টাকা পাওয়ার আশ্বাস পেয়ে অবশেষে মাঠে ফিরেছেন দুর্বার রাজশাহীর খেলোয়াড়েরা। আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করে দুর্বার রাজশাহীদুর্বার রাজশাহী
বিসিবি থেকে কড়া বার্তাই গেছে বিপিএলের দল দুর্বার রাজশাহীর কাছে। গতকাল পর্যন্ত খেলোয়াড়দের পারিশ্রমিকের একটি টাকাও না দেওয়া এই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আজকের মধ্যে প্রতিশ্রুত টাকা না দিলে তাদের ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে। নতুন মালিক পাওয়া না গেলে দুর্বার রাজশাহীর দায়িত্ব নিতে পারে বিসিবি।
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিতে হবে আরও ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে।
আরও পড়ুন
এক টাকাও না পেয়ে বিপিএল খেলতে নামছেন ক্রিকেটাররা
৩০ ডিসেম্বর ২০২৪
এক টাকাও না পেয়ে বিপিএল খেলতে নামছেন ক্রিকেটাররা
তবে অন্যান্যবারের মতো এবারও বিপিএল শুরু হওয়ার আগে চুক্তি মেনে কোনো দলই ক্রিকেটারদের প্রতিশ্রুত টাকা পরিশোধ করেনি। এখনো অনেক দলের ক্রিকেটাররা প্রতিশ্রুত পুরো টাকা পাননি বলে জানা গেছে। এর মধ্যে দুর্বার রাজশাহী আজ এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেয়নি কোনো টাকাই।
বিষয়টি সামনে আসে টাকা না পাওয়ার অভিযোগে দলের ক্রিকেটাররা গতকাল অনুশীলন বয়কট করলে। তবে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের আশ্বাসে আজ সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তাঁরা অনুশীলন করেন। অনুশীলন শেষে দলের ম্যানেজার মেহরাব হোসেন সংবাদমাধ্যমকে বলেছেন, খেলোয়াড়েরা মানসিকভাবে ঠিকঠাক আছেন। আজকের মধ্যে তাঁরা প্রতিশ্রুত টাকা পেয়ে যাবেন।
অনুশীলনে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক
অনুশীলনে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হকদুর্বার রাজশাহী
তবে জানা গেছে, এর আগে বিসিবির কড়া ধমকই খেয়েছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে কাল বোর্ড সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে। এনামুলের মাধ্যমে দলের ক্রিকেটারদের সমস্যা সমাধানে আশ্বস্ত করার পাশাপাশি ফারুক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে দিয়েছেন কড়া আলটিমেটাম।