বিপিএলের ১২তম আসরের আগেই ক্রিকেটের উত্তাপ বেড়েই চলেছে। তিন দফা পেছানোর পর নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, যেখানে এবার প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে প্রথমবারের মতো আয়োজন হবে ‘অকশন’। ঠিক এর আগ মুহূর্তেই নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন ফ্র্যাঞ্চাইজি বিপিএলে যোগ করেছে।
দেশ ট্রাভেলসের মালিকানায় এই নতুন দলটি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে অনুমোদন পেয়েছে। দলটির এক কর্মকর্তা জানান, “রাতেই ইমেইলে নিশ্চিতের খবর পৌঁছেছে। আজ বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে।”
নতুন দল যোগ হওয়ায় বিপিএলের দলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে।
সবকিছু ঠিক থাকলে নতুন মৌসুম মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি। এছাড়া দ্বাদশ আসরে কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানাতেও পরিবর্তন এসেছে।
ফ্র্যাঞ্চাইজির মালিকানা তালিকা
রংপুর রাইডার্স — টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)
ঢাকা ক্যাপিটালস — চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)
সিলেট টাইটান্স — ক্রিকেট উইথ সামি
রাজশাহী ওয়ারিয়র্স — নাবিল গ্রুপ
চিটাগং রয়েলস — ট্রায়াঙ্গাল সার্ভিস
নোয়াখালী এক্সপ্রেস — দেশ ট্রাভেলস
নোয়াখালী এক্সপ্রেস যোগ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগের উৎসাহ আরও বেড়ে গেছে, বিশেষ করে নোয়াখালীবাসীর মধ্যে, যারা এবার প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন বিপিএলের মঞ্চে।

