রাজধানী ডেস্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে সবার আগে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান। এসময় জাতীয় কবির লেখনি এখনো প্রাসঙ্গিক উল্লেখ করে ভিসি কবির সাম্য ও মানবতার শিক্ষা গ্রহণ করার আহবান জানান।
আর বিদ্রোহী কবিতার শততম বর্ষপূতি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নজরুলের বিদ্রোহী কবিতা ইংরেজি অনুবাদের দাবি জানানো হয়। এদিকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জানান ইতিমধ্যে ৫-৬টা ভাষায় নজরুলের বিদ্রোহী কবিতা অনুবাদ করা হয়েছে।
এছাড়া, শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নজরুল সবসময় অসাম্প্রদায়িকতার অনুপ্রেরণা দেয়। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার মূল উৎপাটনের অঙ্গীকার করেন তিনি।