প্রায় চোদ্দ ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ডট বিডি ডোমেইন সার্ভিস। গতকাল বুধবার সকাল ৮ টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে সার্ভিসটি বন্ধ ছিল। তবে ডট বাংলা ডোমেইন সার্ভিসে কোনো সমস্য হয়নি।
বুধবার রাত পৌনে ১২টায় বাংলাদেশ টেলিকমিনিউকেশন কোম্পানির (বিটিসিএল) জনসংযোগ ও প্রকাশনা শাখার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভার্চুয়াল জাতীয় পরিচয়ের রুট ডোমেইন নেটওয়ার্ক সিস্টেমে (ডিএনএস) ত্রুটির কারণে বুধবার সকাল থেকেই বিভিন্ন ওয়েবসাইট ডাউন দেখা যাচ্ছিল। কারিগরি ত্রুটি সারিয়ে সার্ভিসটি সচল করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে ডট বিডি ডোমেইন বন্ধ আছে। তবে ডট বাংলা ডোমেইন সার্ভিসটি চালু আছে।
ডট বিডি ইন্টারনেট জগতে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ওয়েব ঠিকানা। এটা বাংলাদেশের টপ লেভেল ডোমেইন (টিএলডি)।
ব্রেকিং নিউজ
- নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না: ড. ইউনূস
- ষড়যন্ত্র থেকে মুক্ত থাকুন, দেশকে মুক্ত রাখুন: প্রধান উপদেষ্টা
- হাসিনার অপকর্ম আরব্য উপন্যাসকেও হার মানাবে: রিজভী
- বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা
- গণঅভ্যুথানে প্রত্যেক শহীদ পরিবারের পুনর্বাসন এ সরকারের অঙ্গীকার: ড. ইউনূস
- ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর মিডিয়া প্রধান
- সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে অতিরঞ্জিত প্রচার-প্রচারণা হয়েছে: প্রধান উপদেষ্টা
- সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে: শামসুজ্জামান দুদু