সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অনুসারীসংখ্যার বিচারে টেলর সুইফট, বিটিএস, বিলি আইলিশ ও দ্য উইকেন্ডকে ছাড়িয়ে গেলেন ভারতীয় শিল্পী অরিজিৎ সিং। ১ জুলাই পর্যন্ত তাঁর অনুসারীসংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়নে। ১৪টি গ্র্যামি জেতা সুইফট রয়েছেন দ্বিতীয় স্থানে, যাঁর অনুসারীর সংখ্যা ১৩৯ মিলিয়ন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
স্পটিফাইয়ের এই তালিকায় এটি অরিজিতের তৃতীয়বার শীর্ষে ওঠা। ২০২৪ সালে ‘তুম হি হো’, ‘কেশরিয়া’, ‘তুম কেয়া মিলে’-এর মতো গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি। চলতি বছর ‘সাইয়ারা’ ছবির ‘ধুন’ এবং ‘ছাবা’ ছবির ‘জানে তু’ গানও স্থান পেয়েছে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গানের তালিকায়। অরিজিৎ শুধু কণ্ঠশিল্পী নন, তিনি একাধারে সুরকার, প্রযোজকও। স্পটিফাইয়ের তালিকায় এ সময়ের আলোচিত শিল্পী এড শিরান (১২১ মিলিয়ন), বিলি আইলিশ (১১৪ মিলিয়ন), দ্য উইকেন্ডকে (১০৭ দশমিক ২ মিলিয়ন) ছাড়িয়ে গেছেন অরিজিৎ। ২০২৩ সালের আগস্টেও তিনি সাময়িকভাবে টেলর সুইফটকে পেছনে ফেলেছিলেন। তবে ২০২৪ সালে নতুন করে শীর্ষ স্থান দখল করে ফেলেন। ২০২৫ সালের মধ্যে স্পটিফাইতে যাঁদের ১০ কোটির বেশি অনুসারী রয়েছে, তাঁরা হলেন আরিয়ানা গ্রান্দে (১০৫ দশমিক ৮ মিলিয়ন), এমিনেম (১০১ দশমিক ৭ মিলিয়ন)। কে-পপ ব্যান্ড বিটিএসের রয়েছে প্রায় ৮০ মিলিয়ন অনুসারী। ২০১৯ সালে ভারতে স্পটিফাই চালু হওয়ার পর মাত্র ছয় বছরের মধ্যেই অরিজিৎ অনুসারীসংখ্যার বিচারে প্ল্যাটফর্মটির শীর্ষে উঠলেন।