ক্রিপ্টোকারেন্সি বাজারে বইছে সুবাতাস। ভার্চুয়াল বাজারটির মূল মুদ্রা বিটকয়েনের দাম ব্যাপক বেড়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বুধবার (২২ নভেম্বর) বিটকয়েনের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। প্রতিটির মূল্য স্থির হয়েছে ৩৭ হাজার ৮০২ ডলারে। শুধু ১ দিনেই দাম ঊর্ধ্বমুখী হয়েছে ২ হাজার ৪৪ ডলার।
ক্রিপ্টোকারেন্সি বাজারের সবচেয়ে বড় এবং তুমুল জনপ্রিয় মুদ্রা হলো বিটকয়েন। গত ১১ অক্টোবর যার দর নিষ্পত্তি হয়েছিল ২৬ হাজার ৫৩৩ ডলারে। গত ১ বছরের মধ্যে যা ছিল সর্বনিম্ন। সেই থেকে এখন পর্যন্ত ক্রিপ্টোটির মূল্য ঊর্ধ্বগামী হয়েছে ৪২ দশমিক ৫ শতাংশ।
ভার্চুয়াল বাজারের দ্বিতীয় বৃহৎ কারেন্সি হলো ইথেরিয়াম। সংক্ষেপে যাকে ইথার বলা হয়। অনলাইন মার্কেটে এই মুদ্রাটিরও দাম বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, আলোচ্য কার্যদিবসে ইথারের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ। ডিজিটাল মুদ্রাটির দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ ডলার ৯ সেন্টে। কেবল ১ দিনের ব্যবধানের যার মানে উত্থান ঘটেছে ১৫৩ ডলার ৬ সেন্টে।