মহান বিজয় দিবস উপলক্ষে, বরাবরের ন্যায় এবারো রাজধানীর তেজগাঁও নাখাল পাড়ায় একটি সামাজিক কর্মের অংশ হিসেবে “সুন্নতে খাতনা” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোতালেব ভূইয়া স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করেন নাখাল পাড়া যুব কল্যাণ সংঘ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাখালপাড়া যুব কল্যাণের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছাদিকুর রহমান (হিরু)। সুন্নতে খাতনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেজগাঁও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর, নাখালপাড়া যুব কল্যাণ সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মঞ্জুর। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক-শফিউদ্দিন শফিক, সাংগঠনিক সম্পাদক- জিল্লুর রহমান, ক্রীড়া ও সহ ক্রীড়া সম্পাদক কামাল হোসেন শিকদার ও নরুল কবীর, মহিলা সম্পাদক ইশিকা শারমিন, কার্যকরী সদস্য ইসমাইল বাবুল ও সজীব। এছাড়া স্বম্মন্বয়কারী হিসেবে ছিলেন যুব কল্যাণ সংঘের সমাজ কল্যাণ সম্পাদক বোরহান উদ্দীন সহ সংগঠনের সদস্য বৃন্দ।
উল্লেখ্য যে, কোয়ান্টাম ফাউন্ডেশন তেজগাঁও সেল এর সহযোগিতায় এবার ২৩৭ জনের সুন্নতে খতনা সুসম্পন হয়েছে।
বিজয় দিবস উদযাপনে নাখালপাড়া যুব কল্যাণে সুন্নতে খাতনা অনুষ্ঠান অনুষ্ঠিত
আজনিউজ২৪ :
0 Views