ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, বিএনপি জনগণের ভোটাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার রাজনীতি করে। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলের সব কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের কালামপুর আর্দশ গ্রামে তার এর নিজস্ব অর্থায়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৬১তম জন্মদিন উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ সকল কথা বলেন তিনি।
তিনি বলেন,তারেক রহমান বিদেশে থাকলেও দেশের সকল মানুষকে নিয়ে চিন্তা করেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বি-নির্মাণ করতে চাই।
তিনি আরও বলেন,এটা আমার গ্রাম,এই গ্রামের সম্মান-সম্ভ্রম রক্ষা করা আমার দায়িত্ব। এখানে যেন কোনো মাদক ব্যবসা, চাঁদাবাজদের আশ্রয়স্থল গড়ে উঠতে না পারে। আমার মা-বোনদের সম্মানহানি করার চেষ্টা করলে, তার বিরুদ্ধে আমরা কঠোর ও আইনানুগ ব্যবস্থা নেবো।
তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন,আপনারা আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। সবাই নামাজ পড়বেন, ভালো কাজে নিজেদের নিয়োজিত রাখবেন।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান। এবং মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণাও দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ,সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম,কালামপুর বাজার বনিক কমিটির সভাপতি আব্দুল হালিম কন্ঠু প্রমুখ।

