সাফজয়ী জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার অসুস্থ মা বসুপতি চাকমার খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে গেলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দুপুরে ঋতুপর্ণা’র গ্রামের বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার মঘাছড়িতে যান রিজভী। সেখানে পৌঁছে তিনি ঋতুর মা বসুপতি চাকমার সঙ্গে কথা বলেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় ‘আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা ও রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে ১ লাখ টাকা বসুপতি চাকমার হাতে তুলে দেয়া হয়।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু চাকমা, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে বাংলাদেশ জায়গা করে নেয়ায় শুভেচ্ছা বার্তা জানান, তারেক রহমান। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার ঋতুপর্ণার মায়ের চিকিৎসা ব্যয় বহনের সিদ্ধান্তের বিষয়টিও জানিয়ে দেয়া হয়।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবর শুনে তারেক জিয়া দ্রুতই তাঁর মায়ের সাথে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে বুধবার সকালে মঘাছড়ি গ্রামে তাঁর বাড়িতে আসি। তার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি এবং তারেক জিয়ার সহযোগিতা পৌঁছিয়ে দিয়েছি।
এদিকে একই দিন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজুল তালুকদার ও কর্মকর্তারা বসুপতি চাকমার খোঁজ নিয়েছেন। তার সঙ্গে কথা বলার পর চিকিৎসার জন্য তার হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দেন তারা।
ঋতুপর্ণার মা বসুপতি চাকমা আমাদের সময়কে বলেন- গত ১ বছর ধরে আমার শরীরে এই রোগটি বাসা বেঁধেছে। চিকিৎসক বলেছেন আমি সুস্থ হয়ে উঠব। পত্রিকায় একটু বেশি লেখা হয়েছে। তাই দুশ্চিন্তায় পড়েছিলাম। গতকাল ঢাকা থেকে বিএনপির এক বড় নেতা এসে ১ লাখ টাকা দিয়েছেন। রাঙামাটি জেলা বিএনপির নেতারা ১ লাখ টাকা দিয়েছেন। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ৩ লক্ষ টাকার একটি চেক দিয়ে গেছেন।
প্রসঙ্গত ফুটবলার ঋতুপর্ণা চাকমা মা বসুপতি চাকমা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। প্রতি ২১ দিন পর পর তাঁকে চট্টগ্রাম নিয়ে গিয়ে কেমোথেরাপি দিতে হচ্ছে। ইতোমধ্যে তিনটি কেমোথেরাপি দিয়েছেন বলে জানান তিনি। ঋতুপর্ণার পরিবারের পাশে থাকার ঘোষণায় স্থানীয়রা বিএনপি নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের খোঁজ নিলেন রিজভী
রাঙামাটি প্রতিনিধি
ছবি
4,632 Views