সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ও ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় আবুতোরাব বাজার থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যম বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা এসএম সুমন। মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রিপন ও মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাচ্চু যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন বলেন, “বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের নেতাকর্মীরা সংগঠনের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।”
বিশেষ অতিথির বক্তব্যে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম মিলু, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, নেতা মো. সাইফুর রহমান সাইফুল, যুবদল নেতা মুমিনুল ইসলাম, মুসলিম উদ্দিন, শাখাওয়াত হোসেন মুন্নাসহ আরও অনেকে বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্র ও অপপ্রচারের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
তারা আরও বলেন, “শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সহযোগীরা দেশে অশান্তি সৃষ্টি করতে মরিয়া। কিছু কথিত বিএনপি নেতাও এদের সাথে হাত মিলিয়েছে। এদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।”