চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় বেঁধে সড়কে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদকে সরিয়ে ত্যাগী নেতা আলহাজ্ব এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির মনোনয়ন পাওয়া লায়ন হারুনুর রশিদের গত ১৭ বছর কোনো খোঁজ ছিল না। দলের দুর্দিনে তিনি নেতাকর্মীদের ফেলে ঢাকায় আরামদায়ক জীবনে ছিলেন। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন, কঠিন সময়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন। এত ত্যাগী নেতাকে বাদ দিয়ে সুবিধাবাদী নেতাকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, মাসুদ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা মাথায় কাফনের কাপড় বেঁধে “মনোনয়ন পরিবর্তন করো”, “ত্যাগী নেতা হান্নানকে প্রার্থী করো”—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়ার পর থেকেই ফরিদগঞ্জ বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। মনোনয়ন পরিবর্তনের দাবিতে তারা অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, মশাল মিছিল, কালো পতাকা মিছিল, কাফনের কাপড় পরে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছেন।

