পলিটিক্যাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ।
এদিন ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।
তার মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এরমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং ঢাকার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি রয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচি পালন করবে বিএনপি
দিনটি উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার গণমাধ্যমে দেয়া এক বাণীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ উপলক্ষে আজ সোমবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ২৬টি থানার ৭১টি ওয়ার্ডে এবং মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ২৭টি স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। এসব স্থানে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।