আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টায় মুকসুদপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমাকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী—আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন।”
তিনি আরও বলেন, “৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে নেতৃত্বের হাত শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু সঞ্চালনা করেন। সভায় বক্তৃতা করেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, পৌরসভা সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিব আহম্মেদ দীপু ও অনেকে।

