বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে বিতর্কিত করার জন্য তাদের চাঁদাবাজ হিসেবে প্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজ বা খুনির জায়গা হবে না।’
শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের আয়োজনে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন দুলু।
দুলু বলেন, ‘বিএনপি মজলুমের দল। গত ১৫ বছর বিএনপি আওয়ামী লীগের অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, গুম, অপহরণ সহ্য করে টিকে আছে। বিএনপি মানুষের কষ্ট বোঝে। মানুষও বিএনপিকে ভালোবাসে। আওয়ামী লীগ মানুষের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নতুন করে কেউ বা কোনো দল চেষ্টা করেও ব্যর্থ হবে আগামীতে।’
তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিভিন্ন ভাবে বিএনপির ভাবমুর্তি নষ্ট করার জন্য। যেভাবে ১৫ বছর ষড়যন্ত্র করা হয়েছে ঠিক সেভাবেই সংসদ নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপিতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না।’দুলু বলেন, ‘যারা নির্যাতিত তারা মজলুম। তাই বিএনপি’র প্রতিটা নেতাকর্মীই মজলুম।’ শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে গনঅভ্যুত্থান ও শহীদ এর স্বরণে জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুলু আরো বলেন, গত সাড়ে ১৫বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন, হত্যা গুমে অতিষ্ট হয়ে এদেশের ছাত্র-জনতা শ্রমিক কৃষকসহ সকল শ্রেণী পেশার মানুষ পথে নেমে এসে গত ৫আগস্ট আওয়ামী লীগকে বিদায় করেছে, তাদের পতন হয়েছে। আমরা সফলকাম হয়েছি। সেই আন্দোলনে দেশের শ্রমিকরা গুরুত্বপূর্ন ভ‚মিকা পালন করেছে। শেখ হাসিনা হাসপাতালে গিয়ে সেদিন আহতদের চিকিৎসা না করার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছে। অথচ সেদিন ঢাকার সাধারণ রিকশাওয়ালারা জীবন বাজী রেখে আহত নিহতদের হাসপাতালে নিয়ে গেছে। তিনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও অন্তবর্তী সরকারের প্রধান ড. ইউনুস আলীর মধ্যে বৈঠকের পর নির্বাচন বিষয়ে দেশের মানুষ একটা আশার আলো দেখতে পেয়েছে। এখন নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করা হয়েছে। কোন কোন দল পি আর পদ্ধতি নির্বাচন চায়, কিন্তু দেশের মানুষ পি আর নয়, ফেয়ার নির্বাচন চায়।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলে সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।