বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নবম থেকে চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘কমিউনিটি অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক পল্লী উন্নয়ন: বিআরডিবি ও ইউনিয়ন পরিষদের যৌথ প্রয়াস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিআরডিবি’র সদর কার্যালয়, ঢাকায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষেণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। সভাপতিত্ব করেন সরকারের অতিরিক্ত সচিব ও বিআরডিবি’র মহাপরিচালক সরদার মো. কেরামত আলী।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্যে সরদার মো. কেরামত আলী বলেন, মানব সংগঠনভিত্তিক উন্নত পল্লী গঠনের ব্রত নিয়ে বিআরডিবি’র বহুমুখী কর্মপ্রয়াস চলমান রয়েছে। বিআরডিবি’র মূল উদ্দেশ্য গ্রামীণ ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে সমাজের প্রান্তিক শ্রেণির আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা। দারিদ্রতা দূর করে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা। এসব কার্যক্রম পরিচালনা করতে বিআরডিবি শুরু হতে এখন পর্যন্ত ১২২টি প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করেছে।