বার্সেলোনায় লামিনে ইয়ামালের ১০ নম্বর জার্সি পাওয়া গত কিছুদিন ধরেই আলোচনায়। ইয়ামালের মধ্য দিয়ে লিওনেল মেসির রেখে যাওয়া জার্সি যেন যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছে। মেসির পর অবশ্য আনসু ফাতিও এ জার্সিটি পরেছিলেন, কিন্তু চোট ও ধারাবাহিকতার অভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এখন ইয়ামাল বার্সার ১০ নম্বর জার্সির গৌরব ফিরিয়ে আনবেন—এমনটাই প্রত্যাশা ক্লাবটির সমর্থকদের।
বার্সার পর এবার ১০ নম্বর জার্সি নিয়ে আলোচনায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। রিয়ালে ২০১৭–১৮ মৌসুম থেকে ১০ নম্বর জার্সি ছিল লুকা মদরিচের গায়ে। এই জার্সি পরে রিয়ালকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন ক্রোয়াট কিংবদন্তি।
কিন্তু আসন্ন নতুন মৌসুমে তাঁকে আর রিয়ালে দেখা যাবে না। মাদ্রিদের ক্লাবটিকে বিদায় জানিয়ে মদরিচ পাড়ি জমিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানে। তাঁর বিদায়ে রিয়াল এখন ১০ নম্বর শূন্য হয়ে পড়েছে। তাই রিয়ালে নতুন ১০ নম্বর কে হতে পারেন, তা নিয়েও চলছে নানা জল্পনাকল্পনা। রিয়ালের সম্ভাব্য ১০ নম্বর হিসেবে সবার আগে কিলিয়ান এমবাপ্পের নামটাই বেশি শোনা যাচ্ছে। গত বছরের দলবদলে এমবাপ্পে রিয়ালে আসার সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে মদরিচ দলে থাকায় তখন এই জার্সি দাবি করেননি এমবাপ্পে। করিম বেনজেমার রেখে যাওয়া ৯ নম্বর জার্সি পরেই খেলছেন ফরাসি তারকা। তবে গত মে মাসে মদরিচ রিয়াল ছাড়ার ঘোষণা দেওয়ার পর আবারও আলোচনায় আসে এমবাপ্পের নাম। ফ্রান্স জাতীয় দলেও এমবাপ্পে খেলছেন এই জার্সি পরে। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে আগামী মৌসুমে এমবাপ্পের গায়ে রিয়ালের ১০ নম্বর জার্সি দেখছেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পে এখনো ক্লাবের নম্বর ১০ জার্সি দাবি করেননি, যার অর্থ হলো এই সিদ্ধান্তটা তাঁর নয়, বরং ক্লাবের।
শুরুতে এককভাবে এমবাপ্পের নাম শোনা গেলেও রিয়ালের ১০ নম্বর জার্সি পাওয়ার সম্ভাব্য তালিকায় আরও একটি যুক্ত হয়েছে। মার্কার খবর অনুযায়ী, ১০ নম্বর জার্সির আরেক দাবিদার তুরস্কের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার আরদা গুলের। ফেনেরবাচে থেকে উঠে আসা এ তরুণ সাম্প্রতিক সময়ে রিয়ালের হয়ে আলো ছড়িয়েছেন। নতুন কোচ জাবি আলোনসোর আস্থাও আছে তাঁর ওপর। ফলে রিয়ালে গুলেরের উজ্জ্বল ভবিষ্যৎই দেখছেন অনেকে। কিছুদিন আগে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে শেষ ম্যাচের পর মদরিচ গুলেরকে নিজের জার্সি উপহার দেন। আর এ ঘটনাকে অনেকে ইঙ্গিত হিসেবেই দেখছেন। যদিও শেষ পর্যন্ত রিয়াল কর্তৃপক্ষ কার হাতে এই জার্সি তুলে দেয়, সেটা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করত হবে। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে এ মৌসুমে শেষ পর্যন্ত কাউকে জার্সিটি না–ও দেওয়া হতে পারে। ১০ নম্বর জার্সি শুধু খেলোয়াড়ের মর্যাদার বিষয়ই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ব্যবসায়িক দিকও। রিয়াল ভালো করেই জানে ১০ নম্বর জার্সিকে ব্যবসায়িকভাবে কাজে লাগানোর সুযোগ আছে। ঠিকঠাকভাবে যোগ্য কাউকে দিতে পারলে এই জার্সি বিক্রি করে ভালো আয় করা সম্ভব। ফলে স্থায়ীভাবে কাউকে এই জার্সি দেওয়ার আগে এদিকগুলো নিশ্চিতভাবেই খতিয়ে দেখবে রিয়াল কর্তৃপক্ষ।