বারইয়ারহাট পৌরসভার মসজিদ রোড়ের মৌচাক সুপার মার্কেটের ৩য় তলায় আজ উদ্বোধন হলো মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের শো রুম। এই শো রুমে মিয়াকো ব্র্যান্ডের অসংখ্য পণ্যের সমাহার রয়েছে। তন্মধ্যে অন্যতম ব্লেন্ডার, ওভেন, ইলেকক্ট্রিক চুলা, সেন্ডুইস মেকার, টোস্টার মেকার, আয়রন, এয়ার ফায়ার, ননস্টিক পাতিল সেট, ফ্রাইপেন, রাইস কুকার, প্রেসার কুকার, মাইক্রোওভেন, ইলেক্ট্রিক ওভেন, ওয়াটার ফিল্টার, ওয়েট স্কেল, হটপট, ইলেক্ট্রিক কেটলি, ফ্লাক্স, চার্জার ফ্যান, রুটি মেকার, কেবিনেট চুলা, গ্যাসের চুলা।
মিয়াকো ব্র্যান্ড ছাড়া এই শো রুমে রেড সুইস, সারা, কিয়াম, কিমি, পিলিপস, পিজন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য রয়েছে। এছাড়া ডিনার সেট, ঝাড়বাতি, ওয়াল বাকেট লাইট, পাকিস্থানী ইনডোস শীতল, ইন্ডিয়ান হ্যাভেলস পণ্যও পাওয়া যাচ্ছে।
শুক্রবার সকালে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শো রুমের উদ্বোধন করা হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, মেহেদীনগর কালা মিয়া জামে মসজিদের খতিব মাওলানা আজম, মেহেদীনগর দারুসসালাম জামে মসজিদের খতিব মাওলানা মেহেদী হাসান অলিনগরী, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মুছা, মিয়াকো শো রুমের সত্বাধিকারী সালা উদ্দিন মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক সাব উদ্দিন রাসেদ।