দুদেশের দুই মহাতারকা। পাকিস্তানের বাবর আজম। ভারতের বিরাট কোহলি। দুই পড়শির দুই শীর্ষ ক্রিকেটারের আয়-রোজগারের সুল্লুক সন্ধান করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম।
তারা তত্ত্ব-তালাশ করে জানিয়েছে, বাবর আজম পিসিবির এ-গ্রেডভুক্ত খেলোয়াড়। তার বেতন বছরে এক কোটি ৬৬ লাখ রুপি। সেই তুলনায় বিরাট কোহলির বেতন অনেক বেশি। ভারতের এই তারকা ব্যাটসম্যান বোর্ডের কাছ থেকে সাত কোটি রুপি বেতন পান প্রতি বছর।
বাবরের সমান এক কোটি ৬৬ লাখ রুপি বেতন প্রতি বছর পান মোহাম্মদ রিজওয়ানও। আবার ভারত অধিনায়ক রোহিত শর্মাও কোহলির মতো বছরে সাত কোটি রুপি মাইনে পান।
জাসপ্রিত বুমরা ও রবীন্দ্র জাদেজার বেতনও তাই। ফি বছর তারাও পান সাত কোটি রুপি।