বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। তবে ডেঙ্গু সংক্রমণ বাড়া কাম্য নয় উল্লেখ করে পরিস্থিতি খারাপ হলেও তা মোকাবিলায় স্যালাইনসহ পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. সামন্ত লাল সেন জানান, আমরা কেউ চাই না, ডেঙ্গুতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক। যদি উপরওয়ালার ইচ্ছায় হয়, আমরা সামলাতে পারব বলে আশা করি।
পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, সব চিকিৎসকরা জানেন ডেঙ্গুর চিকিৎসায় কী করতে হবে। আমাদের একটা গাইডলাইন আছে, সেটি সম্পর্কেও তারা অবগত। পর্যাপ্ত স্যালাইন মজুত আছে। আমি এরই মধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমাদের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে (ইডিসিএল) নিয়ে মিটিং করেছি যেন কোনোভাবেই স্যালাইনের ঘাটতি না হয়।
মশা নিয়ন্ত্রণে বিষয়ে তিনি জানান, আমরা কয়েকটি বৈঠক করেছি, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুই মেয়রের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতেও আমরা বৈঠক করব। দুটি মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজটি করতে হবে। স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের আস্থা ফেরানো নিয়ে বলেন, যদি এমপি-মন্ত্রীরা দেশের হাসপাতালে চিকিৎসা নিতেন, তাহলে দেশের স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের আস্থা ফিরে আসতো।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তো বিদেশ যাচ্ছেন না। তিনি তার চোখ তো বাংলাদেশেই পরীক্ষা করিয়েছেন। এভাবে যদি আমাদের সংসদ সদস্য (এমপি) এবং মন্ত্রীরা দেশের হাসপাতালে চিকিৎসা নেন তাহলে দেশের চিকিৎসা সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।