সারাদেশ ডেস্ক, বাগেরহাট, এইউজেডনিউজ২৪: বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক সংর্ঘষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১৩ জন। শনিবার (১৪মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিবার বিকাল ৪টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন নারী একজন পুরুষ রয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ খায়রুল আনাম জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ট্রাকটির সাথে খুলনা থেকে মাদারীপুরগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন। অন্য দুজন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। সূত্র : চ্যানেল আই ও ইউএনবি