ইন্টারন্যাশনাল ডেস্ক: রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে শোক জানাতে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। ঠিক এমন সময় প্যালেসের উপরে দেখা মিললো জোড়া রঙধনুর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টির পর আকাশে এই বিরল দৃশ্য দেখা যায়।
মিরর অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, রানীর শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়তেই বাকিংহাম প্যালেসের সামনে জড়ো হতে থাকে মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যাও বাড়তে থাকে। তার মৃত্যুর পর আরও বেশি সংখ্যায় শুভানুধ্যায়ীরা আসতে শুরু করেন।
এর আগে বৃহস্পতিবার বালমোরাল ক্যাসল প্রাসাদে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথে। তার রাজকীয় বাসভবন বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, ‘রানি বৃহস্পতিবার বিকেলে বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’
রানী এলিজাবেথ গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসল প্রাসাদে ছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন রানি।
এদিকে ভালবাসার রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই। এ খবরে কাঁদছে পুরো ব্রিটেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাকিংহাম রাজপ্রাসাদের সামনে নামে গতকাল বিকেল থেকেই মানুষের ঢল। তারা শোকার্ত। তারা হাউমাউ করে কাঁদছেন। ছবিতে তেমনই কিছু দৃশ্য তুলে ধরা হলো-