সেন্ট্রাল ডেস্ক: জাতিসংঘের নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবসে দেয়া বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখনও প্রত্যক্ষ করছে সংঘাত অসমতা। ফিলিস্তিনের জনগণ অধিকার থেকে বঞ্চিত। এইসব সমস্যা সমাধানে জাতিসংঘ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তার।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বাস করে আন্তর্জাতিক বিবাদ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী তার বাণীতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উপায়ে রোহিঙ্গা সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন।