ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইনক-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ বুলবুলকে সভাপতি ও মো. জাহিদ খানকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। এতে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাসনাইন ইব্রাহীম। এরআগে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করে অস্ট্রেলিয়া বিএনপি। ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক- জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক- এস. এম. জাকারিয়া হোসেন, কোষাধ্যক্ষ- নাবিল সাদিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম, সহ সাধারন সম্পাদক সিদ্ধার্থ ঘোষ, সহ সাধারন সম্পাদক কাজী সিফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক মো মিজানুর রহমান, সহ সংগঠনিক সম্পাদক মো. সাজিদুল ইসলাম সাজিদ, দপ্তর সম্পাদক এস. এম. জাকারিয়া হোসেন, সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,
প্রচার সম্পাদক এ. এম. শিহাব উদ্দিন খান, সহ প্রচার সম্পাদক মো. তাফহিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম সানি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কানিজ ফাতেমা, মহিলা বিষয়ক সম্পাদক হীরা নায়লা, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মারুফ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাশরাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মিনহাজুল আরাফাত, ছাত্র বিষয়ক সম্পাদক তসলিম মাহমুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সদস্য মোল্লা আজাদ, সদস্য শাহেদ শিহাব, সদস্য কামারাম মুনিরা, সদস্য মিসেস মমো, সদস্য আতিকুল হক, সদস্য খান আজাদ আল আফিক, সদস্য এফ. এম. ফাহাদ, সদস্য আল-আমিন হোসাইন, সদস্য নাফ এ-রাসুল রাফি, সদস্য মো. খালিদ, সদস্য মোহাম্মদ রিঙ্কু, সদস্য হাসান খান,
সদস্য মো. নাঈম খান, সদস্য মোয়াজ্জেম হোসেন, সদস্য মো. মমিন ইসলাম, সদস্য মো. সাইফুল আলম, সদস্য দেওয়ান শরিফুল ইসলাম, সদস্য মো. মেহেদী হাসান পারভেজ, সদস্য আব্দুর রহমান আলভী, সদস্য এস. এম. সাইমুর ইসলাম শিয়াম ও সদস্য আল মঈন শোমো।
পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ার পর সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সালেহ বুলবুল বলেন, ‘বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এর পক্ষে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।‘
অস্ট্রেলিয়া বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকতে হবে বিএনপি নেতাকর্মীদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠের রাজনীতিতে সক্রিয়া হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো ষড়যন্ত্র বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে দেশে অচিরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।‘
সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বলেন, ‘দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি আন্দোলন-সংগ্রাম করে গেছে। এ জন্য বিএনপি নেতাকর্মীদের খুন, গুম, হামলা-মামলা ও সীমাহীন জুলুম নিপীড়নের শিকার হতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ নেতৃত্ব ও নির্দেশনায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের লজ্জাজনক পতন হয়েছে। গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ঐক্য ধরে রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যকে সুসংহত করতে বিএনপি বদ্ধ পরিকর।’