সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক: বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে লোকনাট্যের নৌযাত্রা এবং সংস্কৃতি উৎসব ২০২২ইং। আর এই আয়োজনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম থিয়েটারের চল্লিশ বছর পূর্তিতে আসছে মেঘনা এবং ডাকাতিয়া নদীতে লোকনাট্যের নৌযাত্রা ও সংস্কৃতি উৎসবকে বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চাঁদপুর জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু অজয় কুমার ভৌমিক।
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু অজয় কুমার ভৌমিক-এর ডাকে সার্বজনীনভাবে যেসকল গণ্যমান্য ব্যাক্তি অনুষ্ঠানকে সর্বাত্মক সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা হলেন-চাঁদপুরের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব- মাকসুদ পাটওয়ারী ও শাহ কামাল, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন মাহবুবুর রহমান সেলিম, লিটন ভূঁইয়া, স্বপন সেনগুপ্ত, ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া , রফিক আহমেদ মিন্টু , অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার , অ্যাডভোকেট রঞ্জিত কুমার, তপন সরকার , রুপালি চম্পক , অণিমা সাহা , বাবু হিতেষ চন্দ্র শর্ম্মা , প্রকৌশলী মহেশ শর্ম্মা , প্রকৌশলী জহিরুল ইসলাম পাটওয়ারী, শরীফ চৌধুরী , এস এম বাবু , পি এম বিল্লাল প্রমূখ।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের বর্ষপূর্তিকে উপলক্ষ্যে ইতিমধ্যে চাঁদপুর জেলায় অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী , তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়ের সাংস্কৃতিক প্রতিনিধি দলের হারানো লোকসংগীত ও নৃত্যনাট্য মহড়ার কাজ শুরু হয়েছে ।
এছাড়াও স্হানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় মহুয়াপালা কীর্তনসহ ঐতিহ্যবাহী ও প্রাচীন সভ্যতা বিকাশে শত বছরের সংস্কৃতি এবং বিভিন্ন পটভূমি তুলে ধরতে প্রস্তুতিমূলক গবেষণা হিসেব কাজ শুরু করেছে গ্রাম থিয়েটার।
সাংস্কৃতিক বিকাশকে এগিয়ে নিতে দেখবাল করছেন দেশের অন্যতম চলচ্চিত্র নির্মাতা ও নাট্যগুরু বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ । সার্বিকভাবে চাঁদপুরে অবস্থান করে সকল কাজে সমন্বয় করছেন ফরিদগঞ্জ থিয়েটারের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ফরিদ আহমেদ রিপন ।
এবারের বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর বর্ষপূর্তির আয়োজিত অনুষ্ঠানে থাকছে ” বাঙালির লোকজ প্রানের উৎসব “। যেখানে থাকবে নৌকা বাইস, দেশের অন্যান্য অঞ্চলের সাড়া জাগানো , গম্ভীরা , আলকাপ, মহররমের জারি , বাউল সংগীত, পুথিপাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিস্তারিত আয়োজন অনুসন্ধানে নিরলস কাজ করে যাচ্ছেন গ্রাম থিয়েটারের একদল উদ্যামী কর্মী।
খুব শিগগিরই অনুষ্ঠানের তারিখ ঘোষণা করবেন আয়োজক কমিটি। তাই আগামীর এই উৎসবকে সফল করে তুলতে সর্বস্তরের মানুষের পরামর্শ ও সহযোগীতা কামনা করছেন ফরিদগঞ্জ থিয়েটারের সভাপতি ফরিদ আহমেদ রিপন।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর বর্ষপূর্তিকে সামনে রেখে চাঁদপুরে ব্যাপক আয়োজন
আজনিউজ২৪ :
0 Views