সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক: বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর বর্ষপূর্তিকে সামনে রেখে চাঁদপুরে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের চল্লিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে লোকনাট্যের নৌযাত্রা এবং লোকনাট্য উৎসব ২০২২ইং কর্মসূচি সফল করতে চাঁদপুর জেলার শিল্প সংস্কৃতি সৃজনশীল সৃষ্টির বরেণ্য ব্যাক্তিবর্গ নিয়ে এই সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ ও সংস্কৃতি’র সুনাগরিক বাবু অজয় কুমার ভৌমিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাবু স্বপন সেন গুপ্ত , ডা পি, কান্তি বড়ুয়া , তপন সরকার , অনিমা সেন , রুপালি চম্পক, রুমা সরকার, মাহবুবুর রহমান সেলিম, অ্যাডভোকেট বিনয় ভূষণ, আবদুল খালেক, পিএম বিল্লাহ, এম, আর ইসলাম বাবু, বাবু হিতেষ চন্দ্র শর্ম্মা, ফরিদ আহমেদ রিপন প্রমুখ ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত স্বাধীন বাংলাদেশের গ্রাম থিয়েটারকে এগিয়ে নিতে সংস্কৃতিমনা ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয় আলোচনা সভায়।
১৯৮২ সালের কথা। ওই বছরের ২০ জানুয়ারি মানিকগঞ্জের তালুকনগর গ্রামে যাত্রা শুরু করে বাংলাদেশ গ্রাম থিয়েটার। এর প্রতিষ্ঠাতা ছিলেন সেলিম আল দীন ও নাসির উদ্দীন ইউসুফ। মূল লক্ষ্য ছিল- বাইরে থেকে ধার করা নাট্যরীতির বিপরীতে দাঁড়িয়ে নিজস্ব জাতীয় নাট্য আঙ্গিক নির্মাণ। প্রথম পদক্ষেপ হিসেবে চৌকোণা খোলা মঞ্চ ব্যবহারকে উৎসাহিত করা হয়। একইভাবে অনুসরণ করা হয় বর্ণনাত্মক নাট্য ও অভিনয় রীতি।