ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে স্পর্শ করেছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে অ্যান্ডু বালবির্নিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ ক্রিকেটের নতুন রাজা বনে গেছেন তাইজুল ইসলাম।
শনিবার (২২ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বালবির্নিকে এলবিডব্লিউ করেন তাইজুল। রিভিউ নিয়েও লাভ হয়নি আইরিশ অধিনায়কের। টিভি আম্পায়ার আউট দেওয়া মাত্রই চূড়ায় উঠে যান তাইজুল।
৭১ ম্যাচ খেলে ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়েছিলেন সাকিব। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার টেস্টে ১৯ বার ইনিংসে নিয়েছেন ৫ বা তার বেশি উইকেট। আর ২ ম্যাচে নিয়েছেন ১০ বা এর বেশি উইকেট।
সাকিবকে ছাড়িয়ে যেতে অনেক কম ম্যাচ খেলেছেন তাইজুল। বালবির্নি পর পল স্টারলিংকেও আউট করেছেন তিনি। যার সৌজন্যে এখন পর্যন্ত ৫৭ ম্যাচের ১০২ ইনিংসে তাইজুলের শিকার ২৪৮ উইকেট।
সাকিবের মতো তিনিও ২ ম্যাচে নিয়েছের ইনিংসে ১০ বা এর বেশি উইকেট। আর ইনিংসে ১৭ বার ৫ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব-তাইজুলের পরেই আছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত ৯৭ ইনিংসে ২০৯ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার। এই তিনজনের বাইরে একশ উইকেটের কীর্তি আছে মোহাম্মদ রফিকের, ৪৮ ইনিংসে ঠিক ১০০টি।

