এন্টারটেইনমেন্ট ডেস্ক : নিরব হোসাইন অভিনীত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র ‘বাংলাশিয়া ২.০’। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি সেটি মালয়েশিয়ার ১১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিন এটি আয় করে ২ লাখ ২০ হাজার রিঙ্গিত। যা ছবির পরিচালক নেমইউরের অন্যতম রেকর্ড ছিল। চলচ্চিত্রটি এবার বাংলাদেশে প্রদর্শনের অনুমতি পেয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় প্রদর্শনের অনুমতি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, চলচ্চিত্রটির নায়ক ও বাংলাদেশ সমন্বয়ক নিরব।
নিরব বলেন, ‘ছবিটি মালয়েশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাই চাচ্ছিলাম, এটি বাংলাদেশেও আসুক। এখন চলছে এর ডাবিংয়ের কাজ। সেটা সম্পন্ন হলে দ্রুত আমরা ছবিটি বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা দেব। এরপর নভেম্বরে চলচ্চিত্রটি দেশের পর্দায় আনার পরিকল্পনা আমার।’২০১৩ সালে শুটিং শেষ হয়েছিল ‘বাংলাশিয়া’র। কিন্তু মালয়েশিয়া সরকারের নিষেধাজ্ঞা থাকায় মুক্তি আটকে যায়। অবশেষে জটিলতা কাটিয়ে দেশটিতে ২৮ ফেব্রুয়ারি ১০৬টি হলে মুক্তি পায় সিনেমাটি।
৯২ মিনিটের এ সিনেমাটির নাম প্রথমে ‘মাংগালা কাউবয়’ থাকলেও পরে এর নামকরণ করা হয়েছে ‘বাংলাশিয়া ২.০’।