ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১৫ লাখ ডোজ আস্ট্রাজেনেকা ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সৌদি আরব সরকার এবং কিং সালমান হিউমানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এ টিকা হস্তান্তর করে।
ড. মোমেন বলেন, ‘বিগত বছরগুলোতে এবং কোভিড-১৯ মহামারির সময়ে আমাদের অনেক সহায়তা করেছে সৌদি। এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভ্যাকসিন হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।
এসময় পররাষ্ট্র সচিব (জ্যেষ্ঠ সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, কিং সালমান হিউমানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পরিচালক ড. আব্দুল্লা আলওয়াদী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।