স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে হারারেতে আগে ব্যাটিংয়ে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই ম্যাচে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পারিবারিক সমস্যার কারণে ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন তিনি। ফলে চার নম্বরে মুশফিকের অভাব ভোগাবে টাইগারদের।
মুশফিকের সঙ্গে নেই মোস্তাফিজুর রহমানও। পায়ের চোটে ছিটকে গেছেন কাটার মাস্টার। মুশফিকের বদলি মোসাদ্দেক এবং মোস্তাফিজের বদলে একাদশে সুযোগ পেয়েছেন সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম