এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরকার্ড দেখেছেন? খেয়াল করলে দেখবেন, শূন্যের দাপট। ইংল্যান্ডের ১১ ব্যাটসম্যানের ৬ জনই কোনো রান করতে পারেননি। এক ইনিংসে ৬ ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনা ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম।
গতকাল ইংল্যান্ড–ভারত ম্যাচ টেস্ট ইতিহাসই দেখেছে আরও একটি ‘প্রথম’–এর ঘটনা। সেটিও এই শূন্য–সংশ্লিষ্ট। প্রায় দেড় শ বছরের টেস্ট ইতিহাসে ইংল্যান্ডই প্রথম দল, যাদের ৬ বা এর বেশি ব্যাটসম্যান শূন্য রানে ফেরার পরও দলীয় সংগ্রহ ৪০০ পেরিয়েছে।
বেশির ভাগ ব্যাটসম্যান শূন্য, তবু দলের রান কম নয়—এমন তালিকায় বাংলাদেশও আছে। মূলত, রেকর্ডটা এত দিন বাংলাদেশ দলেরই ছিল, যা এখন ইংল্যান্ড কেড়ে নিয়েছে।