স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১৩২ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৩ রান করেন সাকিব। অজিদের হয়ে একাই ৩ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। এছাড়া ২ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।
মাহামুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর একে একে ফিরেছেন সোহান, সাকিব, শামীম। এদের মধ্যে সর্বোচ্চ ৩৩ বলে ৩৬ করেছেন সাকিব। সোহান-শামীমের রান যথাক্রমে ৩,৪। শেষ দিকে আফিফের ১৭ বলে ২৩ রানের ইনিংসে ভর করে কোনরকমে ১৩১ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
ফিরলেন মাহামুদউল্লাহ, মন্থর রানের গতি
২০ বলে ২০ রান করে সাজঘরে মাহামুদউল্লাহ রিয়াদ। হ্যাজেলউডের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। রানের গতি বাড়াতে গিয়ে এই ওভারেই ছয় মেরেছিলেন। ফের মারতে গিয়ে ক্যাচ তুললেন, উল্টো দৌড়ে সেই ক্যাচ মুঠোবন্দি করলেন ময়সেস হেলরিকস। দলীয় ৭৩ রানে তৃতীয় উইকেটের পতন।
পাওয়ার প্লেতে ‘পাওয়ার’ নেই বাংলাদেশের
পাওয়ার প্লেতে ৩৬ বলের ২৩টিই ডট খেলেছে বাংলাদেশ। প্রথম ৬ ওভারে বাউন্ডারি এসেছে কেবল চারটি। দুটি করে ছক্কা ও চার- সবই মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে। ফলে পাওয়ারপ্লেতে বাংলাদেশের সংগ্রহ মোটে ৩৩ রান। প্রথম দিকের বেশি ডট বল খেলার খেসারত হিসেবে বাড়তি চাপ নিয়ে খেলতে হচ্ছে টাইগারদের। ২৯ বলে ৩০ করে ফিরেছেন নাঈম। সাকিব-মাহামুদউল্লাহর ব্যাটে চড়ে এগোচ্ছে স্বাগতিকরা।
৩০ করে নাঈমের বিদায়
ইনিংসের দ্বিতীয় বলেই মিচেল স্টার্ককে ছক্কা হাঁকিয়ে চমকে দিয়েছিলেন মোহাম্মদ নাঈম। এরপর পঞ্চম ওভারে মারলেন আরেকটি। তবুও স্ট্রাইক রেটের হিসেবে মানানসই ছিলেন না এই ওপেনার। শেষ পর্যন্ত এডাম জাম্পার শিকারে পরিণত হলেন নাঈম। ২৯ বলে ৩০ করে ফিরলেন বোল্ড আউট হয়ে। ৭ম ওভারে জাম্পাকে রিভার্স সুইপ করতে গিয়ে অজিদের দ্বিতীয় শিকারে পরিণত হলেন এই ব্যাটসম্যান। ক্রিজে এসেছেন অধিনায়ক নিজে।
সৌম্যর বিদায়, মাঠে নামলেন সাকিব
৯ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। চতুর্থ ওভারে জশ হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে ফিরেছেন এই ওপেনার। সৌম্যর বিদায়ে প্রথম আঘাত অজিদের। ব্যাট হাতে নেমেছেন সাকিব।
এদিন শুরু থেকেই নড়বড়ে ছিলেন সৌম্য। আউটটাও হলেন তেমন দৃষ্টিকটুভাবে। লেগস্টাম্পের বাইরে সরে গিয়ে জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন সৌম্য। তবে তাঁকে অনুসরণ করে শরীর বরাবর শর্ট বল করেছিলেন জশ হ্যাজলউড। সেটিতেই ব্যাট চালালেন সৌম্য, বলটা তাঁর ব্যাটে লেগে খুঁজে নিল স্টাম্প।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দল এদিন আগে ফিল্ডিং করবে। নিজেদের খেলা সবশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ আর মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের বদলে এসেছেন মোস্তাফিজুর রহমান আর শেখ মাহেদি হাসান। সাকিবকে সঙ্গ দিয়ে সেরা একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি অর্থোডোক্স নাসুম আহমেদ। আর তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনের প্রতি আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মাহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া
জস ফিলিপে, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, ম্যাথু ওয়েড (অধিনায়ক/উইকেটরক্ষক), অ্যাশটন আগার, মিচেল স্টার্ক, এন্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।