স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ইতিহাস গড়া মুশফিকুর রহিমের ব্যাটটি নিলামে ১৭ লাখ টাকায় কিনেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। গত শনিবার রাত ১০টায় ই-কমার্স সাইট পিকাবো ও ফেসবুক পেজ ‘স্পোর্টস ফর লাইফ’র মাধ্যমে নিলাম শুরু হয় মুশফিকের ব্যাটের। মাঝে ভুয়া বিডের কারণে সাময়িক স্থগিত হয়ে নিলাম চলে ১৪মে রাত ১০টা পর্যন্ত। ফল এসেছে শুক্রবার রাতে।
ফলে দেখা যায়, মুশফিকের ডাবল সেঞ্চুরির স্পেশাল ব্যাটটি নিলামে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ২০ হাজার ডলারে কিনেছেন পাকিস্তানি তারকা আফ্রিদি। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ টাকার মতো। ব্যাট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনা দুর্গত মানুষদের জন্য। মুশফিক জানান, দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি সেই ২০১৩ সালের শ্রীলঙ্কা সফরের পর থেকেই তুলে রেখেছিলাম যত্ন করে।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপা এনে দেয়া অধিনায়ক আকবর আলির ব্যাট ও গ্লাভস উঠেছিল নিলামে। যা ২ হাজার ডলার তথা প্রায় পৌনে দুই লাখ টাকায় কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। সূত্র : চ্যানেল আই