স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উৎসাহ-উদ্দীপনার খবর পৌঁছে গেছে সারা বিশ্বে। ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আর্জেন্টাইন মিডিয়া, সবখানেই এখন বাংলাদেশের নাম। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের এমন উচ্ছ্বাস দেখে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আর্জেন্টিনার সাংবাদিক আন্দ্রেস ইয়োসেন।
বুধবার (৩০ নভেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই ম্যাচ জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা উল্লাসে মেতে উঠে। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের সেই উল্লাসের ছবি নিজের ভেরিফাইড টুইটারে শেয়ার করেন আর্জেন্টাইন সাংবাদিক ইয়োসেন।
সেই পোস্টে তিনি লিখেন, ‘এটা বাংলাদেশের রাজধানী ঢাকা। কিছু বলার মত ভাষা নেই।’ এর আগে টুইটারে তিনি প্রতিশ্রুতি দেন যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সমর্থকদের উন্মাদনা সচক্ষে দেখতে বাংলাদেশে আসবেন তিনি।