বিজ্ঞান ও তথ্য তথ্য প্রযুক্তি ডেস্ক, এইজেডনিউজ২৪: এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশের বেশ কিছু এলাকার পাশাপাশি বৃহস্পতিবার বাংলাদেশের আকাশেও দেখা গেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ।
আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী, বছরের শেষ সূর্যগ্রহণ হিসেবে দেখা যাওয়া এ গ্রহণ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় আরব সাগরে ওমানের রাস মাদ্রাকাহের দক্ষিণ-পশ্চিম দিকে শুরু হয় এবং শেষ হয় ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে ফিলিপাইন সাগরে গুয়াম দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে।
কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় বাহরাইনের উরায়ারাহের পশ্চিম দিকে ৯টা ৩৬ মিনিট ৬ সেকেন্ডে এবং মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে তা শেষ হয় ১২টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণের মাত্রা ছিল ০.৯৬৯।
বাংলাদেশ থেকে আংশিকভাবে দেখা যাওয়া গ্রহণ রাজধানী ঢাকায় শুরু হয় ৯টা ৪ মিনিট ১৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হয় ১০টা ২৯ মিনিট ১৮ সেকেন্ডে। আর গ্রহণের শেষ সময় ছিল ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ড।
তবে, ইউরোপ ও আমেরিকায় রাত থাকায় সেখান থেকে এ সূর্যগ্রহণ দেখা যায়নি।
এর আগে গত ৬ জানুয়ারি ও ২ জুলাই সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণটি দেখা যায় ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার বেশ কয়েকটি দেশ থেকে।
পৌষ মাসের নতুন চাঁদের দিন সকালের দিকে এ সূর্যগ্রহণটি হয়, যা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী থাকে। গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হতে পারে। আর তাই ওই সময়টাতে সানগ্লাস পরা নিরাপদ। সূত্র : ইউএনবি ও সময় টিভি