স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়েনডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডজি। সিরিজের প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। আর অধিনায়ক তামিম ইকবাল আবারও ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। প্রথম ২ ম্যাচ জিতেই সিরিজ আগেই পকেটে নিয়েছিল টাইগাররা। স্বাগতীকদের প্রথম ম্যাচে ৬ ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশের সামনে আছে হোয়াইটওয়াশসহ দুই সুযোগ।
প্রথমত আজ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলে এটি হবে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ১১তম। আর দ্বিতীয়ত জিততে পারলে মুখোমুখি দেখায় জয়ের সংখায় উইন্ডিজের সঙ্গে সমতা আনবে বাংলাদেশ।
ওডিআইতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৪৩বার। ২১ বার জিতেছে উইন্ডিজ আর বাংলাদেশ ২০ বার। ২টি ম্যাচের ফল হয়নি। আজ জিতলেই দুই দলেরই হবে ২১। আর হারলে উইন্ডিজ আরও এক ম্যাচ এগিয়ে যাবে (২২)।
এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপারলিগের অংশ নয়। এটি থেকে রেটিং পয়েন্ট যুক্ত হবে মাত্র ১টি। কাগজে কলমে এর গুরুত্ব এতটা নেই।