আইন ও আদালত ডেস্ক: বহুল আলোচিত পরীমনিকে মাদক মামলায় ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এ মামলায় পরীমনিসহ চার জনকে ৪ দিন করে রিমান্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ দ্বন্দ্ব তৈরি হওয়ায় এজলাস ত্যাগ করেন বিচারক।
বিকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। এসব মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
এরআগে, বনানী থানায় তাদের হস্তান্তর করে র্যাব।
সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর