বসন্তের ছোঁয়া
———আখতার-উজ-জামান
কোকিলের ডাকে বাংলার শ্যামল ছায়ায়;
ফাল্গুন মাসটি আবারো শুরু হলো,
আজকের সকালে বাগ-বাগিচায়,
এবার তোমার একটু আঁখি খুলো।
হরেক রকম ফুল ফুটেছে চারিদিকে;
প্রকৃতি তোমায় বরন করে নিতে,
প্রভাতকে আজ গ্রাম আর শহরতলীর;
গাছে স্বাগত জানাচ্ছে পাখির কলাকাকুলিতে।
প্রকৃতির মায়ায় দেখেছি আজ বলে;
চারদিকের পরিবেশ সবই রয়েছে শান্ত,
জন্মেছিলে বলে বাংলার মাটিতে;
পেয়েছো আজ ঋতুরাজ বসন্ত।।