বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, এইউজেডনিউজ২৪: বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখলো বিশ্ববাসী। সকালে সবার আগে এ দৃশ্য দেখেন কঙ্গোর মানুষ। তবে সবচেয়ে ভালোভাবে দেখা যায় ভারতের রাজস্থানের যোশিমঠ শহর থেকে। বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে গ্রহণ দেখার আয়োজন করা হয়। তবে আকাশ মেঘলা থাকায় বিভিন্ন স্থানে দেখতে পারেননি অনেকে।
পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ২১ জুন। আর এ দিনই হলো বছরের প্রথম বলয়গ্রাস সূর্য গ্রহণ।
পরিভ্রমণ করতে করতে চাঁদ চলে এসেছিলো পৃথিবী আর সূর্যের মাঝখানে। যে কারণে শশধরের চারপাশে সূর্যটাকে দেখা গেছে রিং বা বলয়ের মতো। এজন্যই নাম বলয়গ্রাস সূর্যগ্রহণ। দেশে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হয়ে যা শেষ হয় ২টা ৫৫ মিনিটে।
পুরো বিশ্বের সাথে বাংলাদেশও লড়াই করছে করোনা মহামারীর সাথে। তার ওপর এদিন দেশের অনেক জায়গার আকাশই ছিলো মেঘলা। সেকারণে বড় আয়োজন করে গ্রহণ দেখার সুযোগ ছিলো না। তবে যারা দেখতে পেয়েছেন স্বাভাবিকভাবেই তারা উচ্ছ্বসিত। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর