স্পোর্টস ডেস্ক: বলিভিয়াকে হারিয়ে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল চিলি। আগের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছে ১-০ গোলের। এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪।
ম্যাচের প্রথমার্ধে বলিভিয়া গোলকিপার কার্লোস লাম্পকে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে। সামলাতে হয়েছে বেশ কয়েকটি আক্রমণ। কমপক্ষে চারটি সেভ করেন তিনি। কিন্তু খেলার ১০ মিনিটেই পরাস্ত হন বলিভিয়ার গোলরক্ষক। মূল একাদশের হয়ে অভিষেক হওয়া বেরেটন লিড এনে দেন চিলিকে। ম্যাচের ১০ মিনিটে গোলের দেখা পান তিনি। চিলির আক্রমণের বিপরীতে প্রথমার্ধে চিলির গোলপোস্টে একটিমাত্র শট রাখতে পেরেছে বলিভিয়া। তবে কোনো গোল আদায় করতে পারেনি তারা। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়।
তবে বিরতির পর বলিভিয়া আক্রমণের চেষ্টা করে। সমতা ফেরানোর চেষ্টা বিফলে যায় তাদের। চিলির রক্ষণদুর্গের সঙ্গে পেরে উঠতে পারেনি। তাদের আক্রমণ চিলির রক্ষণভাগে এসে থমকে গেছে বারবার। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে চিলি।
পয়েন্ট টেবিলে শীর্ষে উঠলেও উরুগুয়ে-আর্জেন্টিনা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আর্জেন্টিনা জিতলে শীর্ষস্থানের রদবদল হতে পারে।
বলিভিয়াকে হারিয়ে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল চিলি
আজনিউজ২৪ :
0 Views