স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: বর্ণবাদ নিয়ে মুখ খুললেন ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেটের ব্যাটিং দানব ক্রিস গেইল। জানান নিজেও নাকি একাধিকবার শিকার হয়েছেন এমন অমানবিক আচরণের। ব্ল্যাক লাইভস ম্যাটার বা কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান। এমন আন্দোলনে এখন উত্তাল মার্কিন মুল্লুক। পুলিশ কর্তৃক জর্জ ফ্লয়েডকে হত্যার পর অন্যসব ক্ষেত্রের মতো ধিক্কার জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। সে প্রসঙ্গেই বোমা ফাটালেন ক্রিস গেইল। ফ্রাঞ্চাইজি লিগ কিংবা জাতীয় দলের হয়ে ক্রিকেট বিশ্বের প্রায় সব দেশই ভ্রমণ করেছেন গেইল। এসময় অনেক জায়গাতেই নাকি স্বীকার হয়েছেন বর্ণবাদের। নিজের ভেরিফাইড ইনস্ট্রাগ্রামে এক পোস্টে এ নিয়ে জানিয়েছেন নিজের আক্ষেপ।
গেইল বলেন, অনেকেরই ধারণা শুধু ফুটবলেই বর্ণবাদ আছে। এটা ভুল। ক্রিকেটেও তা বিদ্যমান। এমনকি দলের মধ্যেই কালো মানুষ হিসেবে আমি বাজে আচরণের শিকার হয়েছি। আমি বিশ্বের অনেক দেশে ঘুরেছি। আমাকে লক্ষ্য করে অনেকেই বর্ণবাদী মন্তব্য করেছেন, কারণ আমি কালো। বিশ্বাস করুন, তালিকাটা বেশ বড়ই হবে। তবে মনে রাখবেন কৃষ্ণাঙ্গরাই শক্তিধর, কৃষ্ণাঙ্গরাই গর্বিত। এদিকে হতাশা আছে আইপিএলকে ঘিরেও। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে সেই সময়ে আইপিএল আয়োজনেই বাজি অনেকেরই। তবে তাদের দলে নন বিসিসিআই সভাপতি। বিপরীতে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই যত শঙ্কা সৌরভের। সৌরভ বলেন, সামনের দিনগুলোতে কি হবে আমরা কেউই বলতে পারি না। এটা নিয়ে কথা বলা খুব কঠিন। যদি শেষ পর্যন্ত আইপিএল হয়ই, কোথায় হবে সেটাও আমরা বলতে পারছি না। ভারত অবশ্যই এই ইভেন্টটা আয়োজন করতে পারতো, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকতো। কিন্তু এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থানে নেই আমরা।
তবে এসবের মধ্যেও ইংল্যান্ড শ্রীলঙ্কার পর ব্যক্তিগত অনুশীলনে ফিরেতে শুরু করেছেন অজি ক্রিকেটাররা৷ সিডনি অলিম্পিক পার্কে প্রাক মৌসুম অনুশীলনে ছিলেন স্মিথ, ওয়ারর্নার, স্টার্ক। এদিন প্রায় ঘণ্টা খানেক নেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন ওয়ার্নার-স্মিথ৷ আর মিচেল স্টার্ক করেছেন টানা পাঁচ ওভারের মতো বল৷ সঙ্গে শ্রীঘ্রই আভাস মিলেছে পুরো দলের অনুশীলের৷