হেল্থ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৫ হাসপাতালে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৫ জন এবং ৮ জন করোনায় মৃত্যুবরণ করেন।
শনিবার (৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন উপসর্গ নিয়ে এবং দুজন করোনা রোগীসহ মোট ১৭ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে একজন, পটুয়াখালী হাসপাতালে একজন, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ভোলা সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগী মৃত্যুবরণ করেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৪ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৭৭ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৯৭ জনের করোনা পজিটিভ, ১৮০ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৯২ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬০ জন পজিটিভ ও ১১৩ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।