বরিশাল প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই ৪ জন আর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেক জনের মৃত্যু হয়। বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে ৪ জনই পুরুষ ও একজন নারী।
নিহতরা হলেন, আমির চৌধুরী , হাসিব, ফরসাল, অটোচালক সোহাগ ও তানজিলা আকতার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। বাকি তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।