আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, এইউজেডনিউজ২৪: বন্যায় ডুবে আছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। সড়ক, বেড়িবাধ ও নির্ধারিত কেন্দ্রসহ কাছাকাছি উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন পানিতে বন্দি হয়ে পড়া জনপদের হাজার হাজার বাসিন্দা। কোনো কোনো এলাকা থেকে পানি নামতে শুরু করেছে আবার কোনো কোনো এলাকায় স্থিতিশীল আছে পানিবন্দির দশা। বন্যার কবলে রয়েছে দেশের ১৮টি জেলা।
মঙ্গলবার (০৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এখনও ১৭টি নদীর ২৭টি স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে পানি সমতলের উচ্চতা পরিমাপে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় ১০১টি স্টেশনের মধ্যে পানির উচ্চতা কমেছে ৭১টি স্টেশনে আর পানি বৃদ্ধি পেয়েছে ২৬টিতে, অপরিবর্তিত আছে ৩টি স্টেশনের পানির সমতল।
বিপদসীমার ওপরে থাকা নদীগুলো- ধরলা, ঘাঘট, করতোয়া, ব্রহ্মপুত্র, যমুনা, গুড়, আত্রাই, ধলেশ্বরী, বালু, লাক্ষ্যা, তুরাগ, টঙ্গী খাল, কালিঙ্গা, বংশী, পদ্মা, তিতাস ও মেঘনা। পূর্বাভাসে বলা হচ্ছে আরও কয়েকদিন বিপদসীমার ওপরেই থাকবে যমুনা, আত্রাই, করতোয়া-আত্রাই (বাঘাবাড়ি), বংশী, পুরান ধলেশ্বরী, কালিঙ্গা, টঙ্গী খাল, তুরাগ, ধলেশ্বরী ও পদ্মা নদীর পানির প্রবাহ।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যে দেখা যায় আগামী ৯ আগস্ট সকালেও আত্রাই নদীর সিংড়া স্টেশনে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হবে এই নদীর পানি। বাঘাবাড়ি স্টেশনে করতোয়া-আত্রাই নদীর পানি থাকবে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপরে। এসময়ে যমুনার নদীর ৭টি স্টেশনের মধ্যে শুধু সারিয়াকান্দিতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হবে। তাও ওই স্টেশনে এই নদীর পানির প্রবাহ থাকবে বিপদসীমার মাত্র ১ সেন্টিমার ওপরে। বংশী নদীর পানি থাকবে ৬ সেন্টিমিটার ওপরে, ৫০ সেন্টিমিটার ওপরে থাকবে পুরান ধলেশ্বরীর পানি। ৯ আগস্ট পর্যন্ত দেয়া ওই পূর্বাভাসে দেখা যায় পানির উচ্চতা কমতে থাকার পরও কালিঙ্গা নদীর পানিও থাকবে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপরে, বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হবে টঙ্গী খালের পানি, ১৯ সেন্টিমিটার ওপরে থাকবে তুরাগের পানি, ধলেশ্বরীর পানি প্রবাহিত বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে আর পদ্মার গোয়ালান্দে পানির প্রবাহ থাকবে বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপরে।
এই পূর্বাভাসে বলা হচ্ছে এই সময়ে এসব নদ-নদীর পানি কমতে থাকবে। এদিকে, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে গেলেও আবারও বন্যা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (০৩ আগস্ট) আগস্ট মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার অধিদফতর জানায়, আগস্টে ভারী বৃষ্টিপাতের কারণে এ মাসের শেষ নাগাদ ফের স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়, আগস্টে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে। সূত্র : সময় টিভি