সিলেট প্রতিনিধি: সিলেট অঞ্চলে বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় ৮টি জাহাজ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ৩ সদস্যের কমিটি করা হয়েছে।
শনিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
রোববার বিআইডব্লিউটিএ সূত্রে এ তথ্য জানানো হয়।
আরও জানা গেছে, বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ সংস্থাটি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে ওসব সামগ্রী বিতরণ করা হবে। নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে এসব সহায়তা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে-কমিটি বন্যা দুর্গতদের সহায়তায় ৮টি জলযান ব্যবহার করবেন। এগুলো হচ্ছে-টাগ জাহাজ আশা ও ঝিনাই, ওয়াটার বার্জ একটি, কেবিন ক্রুজার একটি, স্পীডবোট চারটি। বন্যা দুর্গতদের জন্য সুপেয় পানি সরবরাহ করা হবে ওয়াটার বার্জ দিয়ে।
কমিটিতে রয়েছেন আবদুস সালাম, মো. জসীম উদ্দিন, রেজাউল করিম।
কমিটি সুনামগঞ্জের জেলা প্রশাসক, তাহিরপুরের ইউএনও, পোর্ট অফিসারের সঙ্গে সমন্বয় করে বন্যার্তদের সহায়তা করবে।