দক্ষিণী সিনেমা মানেই দর্শকের মনে ঝলসে ওঠে দুই সুপারস্টারের নাম—আল্লু অর্জুন ও রাম চরণ। শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তারা ঘনিষ্ঠ আত্মীয়, সম্পর্কে কাজিন। শৈশব কেটেছে হায়দরাবাদের একই ছাদের নিচে। কিন্তু অবাক করা বিষয় হলো—প্রায় ২০ বছর ধরে তারা একে অপরের সঙ্গে কথা বলেন না!
কোথায় শুরু সেই দূরত্বের গল্প?
ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, একসময়ের জনপ্রিয় নায়িকা নেহা শর্মার কারণেই তাদের সম্পর্কে ফাটল ধরে। আল্লু অর্জুন তখন নেহার সঙ্গে গভীর সম্পর্কে ছিলেন এবং বিয়ের স্বপ্নও দেখছিলেন। ঠিক সেই সময়, ২০০৭ সালে রাম চরণের অভিষেক ছবি চিরুথার শুটিং চলাকালে নেহা ও রামের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে। এমনকি গোপনে বিয়ে ও মধুচন্দ্রিমার গুঞ্জনও চাউর হয়।
রামের ব্যাখ্যা ও আল্লুর অভিমান
রাম চরণ এক টেলিভিশন শো-তে বলেন, “এসব গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমার দাম্পত্য জীবনে যাতে প্রভাব না পড়ে, তাই কখনও এসবকে গুরুত্ব দিইনি।” সেই সময় তার ভালো বন্ধু ছিলেন বর্তমান স্ত্রী উপাসনা, যাকে তিনি ২০১২ সালে বিয়ে করেন।
অন্যদিকে, আল্লু অর্জুন নেহার সঙ্গে সম্পর্ক শেষ করে দেন এবং রামের সঙ্গেও সব যোগাযোগ বন্ধ করে দেন। ২০১১ সালে যুক্তরাষ্ট্রে পরিচিত হওয়া স্নেহাকে বিয়ে করেন তিনি।
আজও বরফ গলছে না
দুই দশক পেরিয়ে গেলেও এই দুই তারকা ভাইয়ের মধ্যে দূরত্ব রয়ে গেছে অটুট। ভক্তরা এখনও অপেক্ষা করছেন—কখন ভাঙবে এই নীরবতা?