চট্টগ্রাম প্রতিনিধি: বন্দরনগরী চট্টগ্রামে ধাওয়া দিয়েই পাড়া মহল্লার ভিড় নিয়ন্ত্রণ করছে সেনা সদস্যরা। বিশেষ করে পাড়া-মহল্লার স্বঘোষিত লগডাউনেই সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলছে বলে অভিযোগ ওঠায় তারা অ্যাকশনে নামে। উঠতি কিশোর তরুণরা আড্ডা দিতে এ স্বঘোষিত লগডাউন দিচ্ছে।
এভাবেই রেল লাইন কিংবা বস্তির রাস্তা ধরে ধাওয়া দিয়ে, শাসিয়ে আবার কখনো পরিস্থিতি বুঝিয়ে পাড়া মহল্লার রাস্তায় অবস্থান নেয়া সাধারণ লোকজনকে বাসায় পাঠাচ্ছে সেনাবাহিনী। দিনভর নগরীর বিভিন্ন এলাকায় চলছে সেনাবাহিনীর এই অ্যাকশন৷
গলির প্রবেশমুখে নিজেদের দেয়া ব্যারিকেড, কিন্ত ভেতরে সাধারণ মানুষের ঢল। দোকান-বাজার সব খোলা। এমনকি মানা হচ্ছে না কোনো রকম সামাজিক দূরত্ব। আর এটাকেই করোনা ভাইরাস সংক্রমণের জন্য চরম ঝুঁকি হিসেবে দেখছে প্রশাসন।
এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারসহ আনুষঙ্গিক জিনিসপত্র পৌঁছে দিয়েছে পুলিশ। সূত্র: সময় টিভি