বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগরের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর দলীয় কার্যালয়ে এই কমিটির অভিষেক ও গুণীজন সম্মাননা দেওয়া হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. ফেরদৌস ইউসুফ (জাপান), সহ-সভাপতি মো. মুজিবর রহমান, মো. খায়রুজ্জামান হাওলাদার, মো. হারিস আহমেদ ও মো. জাকারিয়া কবির নয়ন । এরআগেও ডা. জাপান দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের তেজগাঁও ইউনিটে দায়িত্ব পালন করে আসছেন।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ওয়ালি রহমান ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মো. আনিছ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আশিক, অর্থ বিষয়ক সম্পাদক মো. সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. চম্পা আকতার ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পান মো. রাজু মিয়া।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট নাট্য অভিনেত্রী ফাল্গুনি হামিদ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান -এর স্বাক্ষরিত উক্ত ঘোষিত কমিটিতে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।