আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোসলেউদ্দিনকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত। এমন খবর প্রকাশ হয়েছে দেশটির প্রভাবশালী দুটি গণমাধ্যমে। যদিও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দাবি, এ বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে।
ভারতের সংবাদভিত্তিক চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়, সোমবার সীমান্তের কোনো এক স্থলবন্দর দিয়ে মোসলেউদ্দিনকে তুলে দেয়া হয়েছে বাংলাদেশের হাতে।
ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা অভিযানটি পরিচালনা করায়, এ সম্পর্কে কিছুই জানতো না পশ্চিমবঙ্গের পুলিশও। একই দাবি ইংরেজি দৈনিক দ্য হিন্দুর।
সম্প্রতি বঙ্গবন্ধুর আরেক খুনি মাজেদও ভারত থেকে বাংলাদেশে আসেন। এরই মধ্যে যার ফাঁসির রায় কার্যকর হয়েছে। সূত্র : চ্যানেল ২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোসলেউদ্দিনকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত
আইন ও আদালত
0 Views