স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ -ডিপিএল শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠে উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামের আসরের আবাহনীর জার্সিতে প্রথমবার নেমেই খেলেছেন ১২৪ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস।
পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে আবাহনী। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। তিনে নামা মুশফিক লড়ে যান একাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পেয়ে যায় ২৮৯ রানের বড় সংগ্রহ।
একে একে নাজমুল হোসেন শান্ত (১৫), আমিনুল ইসলাম বিপ্লব (১৪), আফিফ হোসেন ধ্রুব (৩) সাজঘরে ফিরলে আবাহনীর স্কোর হয়ে যায় ৬৭/৫। ধ্বংসস্তুপ থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক মুশফিক। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ১৬০ রানের জুটি গড়েন।
৪ ছক্কা ও ১১ চারে মুশফিক ১২৭ রানের ইনিংস খেলে মুশফিক যখন আউট হন ততক্ষণে আবাহনী চলে যায় মজবুত অবস্থানে। ৭৪ বলে ৬১ রানের কার্যকরী ইনিংস খেলেন মোসাদ্দেক।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন মো: সাইফউদ্দিন ও তাইজুল ইসলাম। অষ্টম উইকেট জুটিতে শেষ ২৮ বলে তারা অবিচ্ছিন্ন থেকে তোলেন ৫৭ রান। সাইফউদ্দিন ১৫ বলে ৫ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন। তাইজুল একটি করে ছয়-চারে ১৪ বলে ১৭ রান করে থাকেন অপরাজিত।
পারটেক্স পেসার জয়নুল ইসলাম নেন তিনটি উইকেট। তাসামুল হক দুটি, রনি হোসেন ও শাহবাজ চৌহান নেন একটি করে উইকেট। সূত্র : চ্যানেল আই