মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেলে শহরের কবি জসীমউদ্দীন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মো. শাহজাহান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা। সেই দিন থেকেই মুক্তিপাগল বাঙালি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। জাতির পিতার ঘোষণায় উদ্দীপ্ত-উজ্জীবিত জাতির সেরা সন্তানরা দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।